খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

আরো পড়ুন

খুলনা নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পরপরই পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কয়েকটি দাবিতে ধর্মঘট ডাকা মালিক সমিতির পরামর্শে পরিবহন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।

এর আগে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি তাদের বিভিন্ন দাবি আদায়ে শুক্রবার সকাল থেকে দু’দিনের ধর্মঘটের ঘোষণা দেন।

এদিকে, বাংলাদেশ লঞ্চ শ্রমিক সমিতির খুলনা শাখা নগরীতে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেন তারা। তবে শুক্রবার রাতে মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠকে ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্তের পর সন্ধ্যায় লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।

রূপসা ঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বেপারী জানান, সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে তারা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

এখন সেবা স্বাভাবিক রয়েছে জানিয়ে শাহাদাত জানান, আশ্বাসের পর সন্ধ্যায় রূপসা ঘাট থেকে ট্রলার চলাচল শুরু হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ