জাল টাকা তৈরি চক্রের ৪ সদস্য গ্রেফতার

আরো পড়ুন

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২২ অক্টোবর) রাতে চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জাল টাকাসহ নোট তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র জাল টাকা তৈরি করে আসছিল, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ