বরিশালে ইদুরের জন্য তৈরী ফাঁদে প্রাণ গেল পলিটেকনিক ছাত্রের

আরো পড়ুন

বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে পলিটেকনিক্যাল কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান।

নিহত কলেজ ছাত্র তানভীর হাওলাদার (২৪) গৌরনদী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মো. শাহ্ আলম হাওলাদারের ছেলে। তাছাড়া তিনি কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন।

তানভীরের চাচাতো ভাই তানিম আহম্মেদ সাংবাদিকদের জানান, তাদের আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। সেজন্য তানভীর নিজেই বৈদ্যুতিক ফাঁদ বানিয়ে ক্ষেতে পেতে ছিল। রাতে সেই ফাঁদে দেওয়া বিদ্যুৎ সংযোগের ত্রুটি দেখতে গিয়ে স্পৃষ্ট হয় তানভীর। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আফজাল হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ