পারমানবিক অস্ত্রের ব্যবহার করাটা পাগলামো হবে: ইলন মাস্ক

আরো পড়ুন

সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করে আলোচিত-সমালোচিত হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।

গত শুক্রবার মাস্কের একজন অনুসারী তার টুইটার একাউন্টে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে বি-৫২ বোমারু বিমান নিয়ে নেটোর পরমাণু অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। সেখানেই রি-টুইট করে মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে মন্তব্য করেন।

ইউক্রেইন যুদ্ধ ঘিরে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। এই সময়ে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ইলন মাস্ক।

তিনি বলেন, রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাদেরও ঠিক একই সক্ষমতা রয়েছে।

অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামো, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেটিও আসলে পাগলামো।

সেখানে আরো অনেকে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেন।

মাস্ক সেখানে আবার টুইট করেন। এবার তিনি লেখেন, ‘‘‍অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করতে চাইবেন না। কিন্তু এই যুক্তির সমস্যাটা হলো, যদি দায়িত্ববান মানুষদের সঙ্গেই আমাদের কাজ চলতো, তবে যুদ্ধ আমাদের তালিকায় প্রথমে থাকতো না।”

গত ৩ অক্টোবর পরপর কয়েকটি টুইটে ইউক্রেইন-রাশিয়া যুদ্ধে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে এবং শেষ পর্যন্ত পারমাণবিক হামলার আশঙ্কা উল্লেখ করে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে ‘শান্তির ডাক’ দিয়েছেন মাস্ক।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ