নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান হলেন সুবাস চন্দ্র বোস

আরো পড়ুন

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস আনারস প্রতীকে ২৬০ ভোট পেয়ে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি মোটর সাইকেল প্রতীকে সৈয়দ ফয়জুর আমীর লিটু ১৭৮ ভোট পেয়ে দ্বিতীয় এবং অপর বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের শেখ সুলতান মাহমুদ বিপ্লব পেয়েছেন ১১৩ ভোট। নির্বাচনে সংরক্ষীত ১ নং আসনে শাহিনুর আক্তার রুমা এবং এবং সংরক্ষীত ২ হতে নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার।

এছাড়া ৩ উপজেলার ৩ জন নির্বাচিত সদস্য হলেন, নড়াইল সদর আসনে খোকন সাহা, লোহাগড়া থেকে শামসুল আলম কচি এবং কালিয়া থেকে খান শাহিন সাজ্জাদ পলাশ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৩ উপজেলায় ৪টি ভোট কেন্দ্রে ৫৫২ জনের মধ্যে ৫৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ