শেরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আরো পড়ুন

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে ইউপি সদস্যসহ দুজনকে আসামি করে থানায় মামলা করেন।

আসামিরা হলেন- সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম আরিফ (৩০) ও একই এলাকার ফকিরপাড়া গ্রামের ফছির উদ্দিনের ছেলে চান মিয়া (৪২)।

মামলার বরাতে ওসি বলেন, সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওইদিন আরিফুল ও চান মিয়ার সহায়তায় নবম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। পরদিন মেয়েটি ঘটনাটি তার বাবা-মাকে জানালে তারা স্থানীয়দের জানান। পরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ধর্ষণের ঘটনাটি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হওয়ায় ধর্ষণের মামলা করেন মেয়েটির মা।

মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

মেয়েটি পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। একইদিন তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে হাজির করার কথা রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ