চলন্ত বাস থেকে ফেলে হত্যা, বাসে আগুন দিল উত্তেজিত জনতা

আরো পড়ুন

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ফেলে দিয়ে আবু সায়েম মুরাদ (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনার পর পর বাসের চালক ও হেলপার গণপিটুনিসহ বাসটি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ অভিযোগ করে বলেন, চলন্ত বাস থেকে মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনার সময় মুরাদ ৮ নম্বর বাসে ছিল। মুরাদকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পর ওই বাসের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।

তবে যাত্রাবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একটা ব্যক্তি মারা গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে যাত্রীবাহী বাসের আংশিক ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

ওসি বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ