হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে পালানোর ১৭ দিন পর সোনাইমুড়ী উপজেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ইসমাইল উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়েরটেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর গাঁজাসহ তাঁকে গ্রেফতারের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। ওই রাতে হাতকড়া উদ্ধার করা গেলেও ইসমাইলকে পাওয়া যায়নি।

জেলার পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে ইসমাইলকে আটক করে গাড়িতে তোলার সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় ইসমাইল পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যান। গতকাল শনিবার রাতে প্রযুক্তির সহায়তা নিয়ে জেলার সোনাইমুড়ী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ