কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ২০ নিহত

আরো পড়ুন

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে শনিবার প্যান-আমেরিকান হাইওয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্দর নগরী টুমাকো এবং ২০০ মাইল দূরের উত্তরপূর্বাঞ্চলীয় ক্যালির মধ্যে বাসটি যাতায়াত করতো। আহতদের মধ্যে তিনি বছর বয়সী কন্যা শিশু ও আট বছর বয়সী এক বালক রয়েছে।

নারিনো এলাকার ট্রাফিক বিভাগের পুলিশ ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুদেলো জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে।

8e3f0f4eac50ba07a4316b059de3e7ab 634b9037d8bdf

প্রাথমিক খবরে জানা গেছে, কুয়াশায় মোড়ানো বাঁক পার হওয়ার সময়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি উল্টে যায়।

নয় ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা বাসটিকে সোজা করে এবং ভেতর থেকে হতাহতদের বের করে আনে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ