সাড়ে ৩ কোটি টাকার স্বর্ন ফেলে পালালো পাচারকারীরা

আরো পড়ুন

যশোর প্রতিনিধি ||
যশোরের শার্শা উপজেলার পাচঁভুলট সীমান্ত থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। অভিযানের সময় পাচারকারীরা স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত নয়টার পাঁচভূলোট সীমান্ত থেকে এ চালান আটক করা হয়।

পলাতক পাচারকারীদের মধ্যে চিহ্নিত পাচারকারীরা হলেন- শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকার মীজানের ছেলে আব্দুল্লা ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে যে শার্শার পাচঁভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গতি রোধ করা হয়। এ সময় তাদের আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।

IMG 20221014 WA0012

তিনি আরো জানান,পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। একের পর এক স্বর্ণের চালান আটক করা হলেও থেমে নেই সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান। স্বর্ণ ব্যবসায়ী, গডফাদারসহ স্বর্ণ পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ