বান্দরবানে আগুনে পুড়েছে ১২ দোকান ও ঘর

আরো পড়ুন

বান্দরবানের আলিকদম উপজেলায় আগুন লেগে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় ও বারেক কলোনিতে এ অগ্নিকাণ্ড হয়।

আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, “হঠাৎ কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।”

আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পার্টসের দোকানের মালিক নজরুল ইসলাম বলেন, আগুনে তার দোকানের প্রায় পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মালামাল পুড়ে গেছে।

ছেনোয়ারা নামের আরেক দোকান মালিক বলেন, “পূর্ব শত্রুতা বশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছি।”

অগ্নিকাণ্ডের কারণ কি জানতে চাইলে আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শাহদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা যাবে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম জানিয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ