পাকিস্তানে চলন্ত বাসে আগুন, নিহত ১৭

আরো পড়ুন

পাকিস্তানে একটি চলন্ত বাসে আগুন লেগে অন্তত ১৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন ১০ জন। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

দেশটির হায়দরাবাদ ও জামশোরো শহরের সংযোগকারী সড়ক এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সোমরো বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদকে জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল বলেছেন, ‘বাসটিতে যেসব যাত্রী ছিলেন তারা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা মোটরওয়ের বাইরে কোথাও স্থানান্তরিত হয়েছিলেন।’

পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ