রাজধানীর শুক্রাবাদে বিউটিশিয়ানকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে অভিযান শুরু করে শেরে-ই-বাংলা নগর থানা পুলিশ।
ইতিমধ্যে একাধিক আসামি গ্রেফতার হলেও অভিযান চলমান থাকায় তাদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশের কোন সদস্য। তবে নাম প্রকাশ না করার শর্তে শেরে বাংলা নগর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এখন পর্যন্ত দুইজন গ্রেফতার হয়েছেন, বাকি দুইজনও গ্রেফতার হতে পারেন কিছুক্ষণের মধ্যে।
এদিকে, দুপুরে আসামিদের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএমপির তেঁজগাও বিভাগ। দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার এইচ এম আজিমুল হক।
জাগো/আরএইচএম

