ক্রমেই বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

আরো পড়ুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি।

গতকাল বুধবার (১২ অক্টোবর) রাত ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, সকাল থেকে সারা দিন তিস্তার পানি প্রবাহ কম থাকলেও আস্তে আস্তে পানির গতি বাড়তে থাকে। রাত ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়েছে। তবে ৪৪টি গেট খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আপাতত পানি কমার কোনো সম্ভাবনা দেখছি না। আজ রাত ১২টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত আছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ