বোরো মৌসুমে প্রায় ৭১৯ কোটি টাকার সার কিনবে সরকার

আরো পড়ুন

কৃষকের চাহিদা মেটাতে আগামী বোরো মৌসুমে ৭১৮ কোটি ৮৬ লাখ টাকার আরো এক লাখ টন সার কিনবে সরকার।

আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া। অবশিষ্ট ৪০ হাজার টন ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সার।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ভাচুর্য়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

জানা যায়, মধ্যপ্রাচ্যের তিন দেশ থেকে এসব সার কেনা হবে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ২০৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন সারের মূল্য পড়বে ৬৩২ ডলার, যা আগে ছিল ৬৭৮ ডলার। একই দরে কাতার থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া সৌদি আরব থেকে ৩০৯ কোটি ৭৮ লাখ টাকায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এর মূল্য পড়বে প্রতি টন ৭২৬ ডলার, যা আগে ছিল ৮৬৬ ডলার।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ