টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে আনোয়ার বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারের ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত আনোয়ারা ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মোবাসের স্ত্রী। তারা উপজেলার আজচগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারের শাহিদের বাড়িতে ভাড়া থাকেন। তাদের একটি সাত বছরের পুত্র সন্তান আছে (আশিক)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই গৃহবধুর ঘরের বাইরে থেকে দরজার শিকল আটকানো ছিলো। ঘরের ভেতর বাচ্চার কান্নার শব্দ শুনে বাড়ির মালিকের স্ত্রী দরজার শিকল খুলে। ঘরের ভেতর গিয়ে দেখেন বাচ্চাটি বসে কান্না করছে আর গৃহবধুর নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে মির্জাপুর থানা ও বাশহৈতল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
জাগো/আরএইচএম

