চৌগাছা পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রশিক্ষন কর্মশালা

আরো পড়ুন

যশোরের চৌগাছা পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকেল্পের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌরসভার সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে আলোচনা করেন ঢাকার বিএমডবলু এসএসপি’র এফএমএস মাসুদ হোসেন, কো-অর্ডিনেটর মোজাম্মেল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী ফেরদৌসি খাতুন।

পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেমের সঞ্চালনায় অন্যানের মধ্যে আলোচনা করেন প্যানেল মেয়র আনিছুর রহমান, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, কাউন্সিলর সাহিদুল ইসলাম, আতিয়ার রহমান, প্রশিক্ষক রকিবুল হক চৌধুরী, পৌরসভার হিসাব রক্ষক নজরুল ইসলাম, ক্যশিয়ার কালিমুল্লাহ সিদ্দিক প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগীতায় জিওবি, আইডিএ (বিশ্বব্যাংক) ও এআইআইবি অর্থায়নে পানি সরবরাহ ও স্যনিটেশন প্রকল্পের প্রশিক্ষন কর্মশলায় পৌর মেয়র, হিসাব ও নিরিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্যগণ, পৌর নির্বাহী কর্মকর্তা, হিসাব রক্ষন কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, ওয়াটার সুপার, সার্ভেয়ার, হিসাবরক্ষক, হিসাব সহকারী, ক্যাশিয়ার, বিলক্লার্ক এবং পানি শাখায় নিয়োজিত অন্যান্য কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ