জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত দলীয় প্রার্থী সাইফুজ্জামান পিকুল নির্বাচনী প্রচারনার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার বেলা ১১ টায় চৌগাছাস্থ ডিভাইন কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুজ্জামান পিকুল বলেন, দেশ এখন উন্নয়নের পথে চলমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী দেশ গড়তে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড অব্যহত রেখেছেন।
উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে আপনারা আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে আমাকে ভোট দিন। চেয়ারম্যান পদপ্রার্থী
হিসাবে আমি আপনাদের কাছে এসেছি। বিগত দিনেও আমি চেয়ারম্যান ছিলাম। আমার কাজের মূল্যায়নের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। উন্নয়ন কর্মকান্ডের সাথে থাকা অবস্থায় যদি চলার পথে আমার সামান্য ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। এ সময় তিনি জনপ্রতিনিধিদের নিকট ঘোড়া প্রতীকে ভোট চান।
একই সাথে সুষ্ঠু ও শান্তিশৃংখলা বজায় রেখে নিরাপদ ভোটের পরিবেশ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আহসানুল হক আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সহ-সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য অমিত কুমার বসু, উপ-দপ্তর সম্পাদক লুৎফুর রহমান বিজু, উপজেলা আওয়ামী যুবলীগের
আহবায়ক দেবাশিষ মিশ্র জয়, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাফিয়া সুলতানাসহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান রেন্দু, সানোয়ার হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইন, ইউনিয়ন আওয়ামীলীগে নেতা সামসুর রহমান টিয়া,মামুন কবীর, দেওয়ান আনিছুর রহমান, জিয়াউর রহমান ঢালী, জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী কামরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, শ্যায়লা জেসমিন, শাহানা খাতুন, প্রার্থীর পুত্র তানজীব নওশাদ পল্লব প্রমূখ।

