চুয়াডাঙ্গার কুটুমবাড়ি ফুড পার্কে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কুটুমবাড়ি চুয়াডাঙ্গাসহ আশপাশ কয়েক জেলার মানুষের কাছে অতি পরিচিত নাম। নামে কুটুমবাড়ি হলেও আসলে এটা একটা ফুডপার্ক। সেখানে দীর্ঘ সময়ের অপচয়ে উচ্চদামে খাবার কিনতে হয় দর্শনার্থীদের। তবে আর কত একচেটিয়া ব্যবসা করবে তারা! এবার গুনতে হলো জরিমানা।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার উথলী মোড়ে কুটুমবাড়ি ফুড পার্কে যৌথ অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জীবননগর উপজেলা প্রশাসন।

অভিযানে অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি, মেয়াদউত্তীর্ণ দই, খাবারে অনুমোদনহীন রং ব্যবহার ও অতিরিক্ত দামে দ্রব্য বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স মোল্লা ফুডকে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের মূল্যতালিকা না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা। দুই প্রতিষ্ঠানে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি দল।

অভিযান সম্পর্কে সজল আহমেদ বলেন, অভিযানে কুটুমবাড়ি ফুড পার্কে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরি, ফ্রিজে বাশি গ্রিল সংরক্ষণ করে বিক্রয়, মেয়াদউত্তীর্ণ দই দিয়ে বিভিন্ন খাবার তৈরি, খাবারে অননুমোদিত রঙ ব্যবহার, সেই সাথে পানি ও বিভিন্ন কোমল পানীয়ের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি নেয়ার সত্যতা পাই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স মোল্লা ফুডকে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরি ও তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করায় ৩৭ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ