এবার মহাকাশে শুটিং করবেন অভিনেতা টম ক্রুজ

আরো পড়ুন

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এবার নতুন চমক নিয়ে আসছেন । তিনি মহাকাশে নতুন ছবির জন্য শুটিং করবেন ।

পরিচালক ডৌ লিমান জানান, আগেই পরিকল্পনা করা হয়েছিল। ছবিটি স্টুডিওতে নয়, মহাকাশেই তৈরি হবে। স্পেস স্টেশন সেখানে বড় ভূমিকা নেবে। যদিও মহামারী সব ভেস্তে দেয়। আবার প্রস্তুত হচ্ছেন এখন।

জানা গেছে, অভিনেতা টম ক্রুজ আর পরিচালক ডৌ লিমান মিলে ঘুরে এসেছেন ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেনমেন্ট গ্রুপ (ইউএফইজি)-এর দরজায়।

উচ্চাভিলাষী টমের ক্যারিয়ারেও এটি দুর্দান্ত পদক্ষেপ হতে চলেছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে অভিনয় করবেন। যা নিয়ে উছ্বসিত ইউএফইজি চেয়ারম্যান ডোনা ল্যাংলিও। বললেন, “ছবির বেশির ভাগই পৃথিবীতে শুট করা হবে। তবে দিন সময় পৌঁছে যাওয়া অন্তরীক্ষেও!”

গত জুলাইয়ে ৬০ বছরে পা দিয়েছেন টম। দুর্দান্ত অভিনয় আর কৌশলের জন্য বিশ্ব খ্যাত এ অভিনেতা।

অতএব, ৬০ বছর বয়সে প্রথম মহাকাশচারী অভিনেতা হওয়া টমের পক্ষেই যে সম্ভব এ নিয়ে নিশ্চিত নির্মাতারা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ