যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে মাদরাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই ছাত্রী সন্তান প্রসব করেছে। এদিকে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেনের মেঝ ভাই জাহাঙ্গীর হোসেন (৫৫) বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তার পরিবারসহ হত্যার হুমকি দেয় জাহাঙ্গীর। ভয়ে সে ধর্ষণের বিষয়টি গোপন রাখে।
ওই ছাত্রীর পরিবার জানায়, গত মে মাসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারেন তাদের মেয়ে গর্ভবতী। পরিবারের পক্ষ থেকে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, জাহাঙ্গীর হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।
সর্বশেষ রবিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা কলোরোয়ায় একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেয় ওই ছাত্রী। এ ঘটনার পর থেকে আসামী জাহাঙ্গীর হোসেন পালাতক রয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য আকরাম হোসেন বলেন, তার ভাই সকাল থেকেই নিখোঁজ রয়েছেন। তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়টি তিনি স্বীকার করেন। একই সাথে ভাইয়ের শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

