যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ নোনা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত নোনা ইলিশ শহরের শিশু সদন এতিমদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য অধিদপ্তরের কেশবপুরে উপজেলা কার্যালয়ের অভিযানটি পরিচালনা করে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভোগাতি গ্রামের শহর আলীর ছেলে আব্দুল আজিজ নামের এক ব্যবসায়ি শহরের কাঁচাবাজারে সবজির ভিতরে লুকিয়ে নিষিদ্ধ নোনা ইলিশ বিক্রয় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যবাসয়ীর নিকট হতে ছয় হাজার টাকা মূল্যের সাত কেজি নোনা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, সোমবার দুপুরে শহরের কাঁচা বাজারে সবজির ভিতর লুকিয়ে সরকারি ঘোষিত নিষিদ্ধ নোনা ইলিশ বিক্রিয় করা অবস্থায় আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ির নিকট থেকে ৭ কেজি নোনা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়। অভিযান পরিচালনার সময় সঙ্গে ছিলেন মৎস্য সহকারী ফিল্ড অফিসার সুমন চৌধুরীর।
জাগো/আরএইচএম

