যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়স্থ কবির হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক রমজান আলী (৩০) বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে এবং ড্রাইভার আরমান হোসেন (২৩) ভবেরবেড় গ্রামের সাহিদ আলীর ছেলে। সম্পর্কে তারা দুইজন একে অপরের মামা-ভাগ্নে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ২টা ৪৫ মিনিটের সময় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলা মোড়ে চেকপোস্ট বসানো হয়। এসময় বেনাপোল থেকে যশোরগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১১-৭১৩৩) তল্লাশী করা হয়।
এসময় প্রাইভেটকারের ড্যাশবোর্ডের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া দুইটা মোবাইল ও প্রাইভেটকার জব্দ করা।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

