যশোরে গাছের সাথে পুলিশ ভ্যানের ধাক্কা, এএসআই আহত

আরো পড়ুন

যশোরে সড়ক দুর্ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য শাহীন ঝিকরগাছা থানায় এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার হাড়িয়া দেয়াড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

তিনি জানান, এদিন রাতে এএসআই শাহীন পুলিশ ভ্যানে সারারাত ডিউটি করে ভোরে থানায় ফিরছিলেন। পথে মোহাম্মদপুরমোড় থেকে ভোর পাঁচটা ২৫ মিনিটে হাড়িয়া দেয়াড়া বাজারে যাবার সময় পুলিশের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় এএসআই শাহীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি সুমন ভক্ত জানান, শাহীনের সিটিস্ক্যানসহ সব ধরনের পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানান সুমন ভক্ত।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ