ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২

আরো পড়ুন

ঝিনাইদহে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত ও সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ অক্টোবর) রাতে সদর উপজেলার কোরাপাড়া এলাকা থেকে নয়ন মিয়া ও সম্রাট জোয়ার্দ্দার নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা দুইজনই মামলার অন্যতম আসামি। তারা ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী এবং জেলা ছাত্রলীগের সদস্য।

ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসানসহ ২ জনকে কুপিয়ে যখম করে তার প্রতিপক্ষরা। হামলাকারীদের কাছ থেকে বাঁচতে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে হামলায় আহত সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজীবুল হাসান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম মাঠেই রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের ধরতে পারবো। সড়ক দুর্ঘটনায় নিহতদের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ