নেত্রকোনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাদ্দাম হোসেন (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাদ্দাম হোসেন ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশের রাস্তায় বসে মুঠোফোনে গান শুনছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ও গলায় গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করছি না। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা যাবে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ