চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বিএসএফের গুলিতে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক।
৮ সেপ্টেম্বর শনিবার রাত ১২ টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছোটবোলদিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ লাশ নিয়ে গেছে বলে জানা গেছে।
নিহত ব্যক্তি পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছোটবোলদিয়া গ্রামের মাঝ পাড়ার ফজলুর রহমানের ছেলে মুনতাজ আলী (৪০)।
নিহত মুনতাজ আলীর মোজোভাই ইন্তাজুল বলেন, আমার ভাই ভারতে গরু আনতে যাচ্ছিল। এসময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে মেরে ফেলে। পরে তারা লাশ নিয়ে গেছে। আনুমানিক রাত ১২ টার দিকে ৭-৮টি গুলি ছোড়ার শব্দ পেয়েছে বলেও জানান ইন্তাজ সহ এলাকাবাসী।
এদিকে ইউপি সদস্য হযরত আলী জানান, ঘটনাটি আমি শুনেছি। মুনতাজ ভারত থেকে গরু আনতে যাচ্ছিল। ৮২ নং সীমানা পিলারের নিকট পৌছালে ভারতীয় বিএসএফ টের পেয়ে তাকে উদ্যেশ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা গেলে বিএসএফ লাশ ভারতে নিয়েগেছে।
জাগো/আরএইচএম

