ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুবির দাস (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় আহত হয় আরো ৪ জন।

নিহত সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। তার পিতা সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউজের মালি হিসাবে কর্মরত। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল সুনিল চন্দ্র দাসের। এই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সোমবার ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয় পরিবার। এরপর রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সাথে সুনিল দাসের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে উভয় পরিবার মারামারিতে জড়িয়ে পড়ে।

সেসময় ধারালো অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তর কে আটক করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ