মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাতে গাংনী উপজেলা বামন্দী-কাজিপুর সড়কের হাড়াভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইমাদুল ইসলামের ছেলে। নয়ন খলিশাকুন্ডি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহত পারভেজ হোসেন নয়নের মামাতো ভাই।
স্থানীয়রা জানান, নিহত নয়ন এবং তার মামাতো ভাই পারভেজ হাড়াভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে মহাম্মদপুর গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেল দ্রুত গতিতে চালাতে গিয়ে হাড়াভাঙ্গা মাদরাসার কাছে এসে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই নয়ন নিহত হন। আহত পারভেজ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাগো/আরএইচএম

