‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণের কারণে ইরানকে মূল্য চোকানোর ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র’ গতকাল সোমবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন আরো বলেছেন, আমরা ইরানের কর্মকর্তাদের জবাবদিহি চালিয়ে যেতে বাধ্য করব। আমরা ইরানিদের স্বাধীনভাবে বিক্ষোভ করার অধিকারকে সমর্থন করি। সেখানে সম–অধিকার ও মানবিক মর্যাদা রক্ষার দাবিতে নারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ইরানের যেসব নারী ও নাগরিক সাহসের সঙ্গে বিক্ষোভ করছেন, তাঁদের সবার পাশে যুক্তরাষ্ট্র রয়েছে।
ইরানের রাজধানী তেহরানের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শরিফ বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে জড়ো হন আতঙ্কিত লোকজন
ইরানের কঠোর পর্দাবিধি লঙ্ঘনের অভিযোগে ২২ বছরের মাসা আমিনিকে আটক করে নীতি পুলিশ। তাদের হেফাজতে থাকা অবস্থায় মারা যান মাসা। এ ঘটনার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। ইরানে এ নিয়ে তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ চলছে।
জাগো/আরএইচএম

