সোমালিয়ায় বোমা হামলা, নিহত ২০

আরো পড়ুন

মধ্য সোমালি শহর বেলেদউইনে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দুটি বিস্ফোরণ ঘটে। এরপর বিকেলে তৃতীয় গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে।

সকালে বিস্ফোরণে হিরান অঞ্চলের ডেপুটি গভর্নর আবুকার শেখ মাদে এবং এই অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জাকারিয়ে মোহাম্মদ আহমেদ নিহত হয়েছেন।

আল-শাবাব উগ্রবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

মোগাদিশু থেকে প্রায় ৩৩৭ কিলোমিটার উত্তরে অবস্থিত বেলেদউইন ইসলামপন্থী উগ্রবাদী গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে স্থানীয় সম্প্রদায়ের প্রতিরোধের কেন্দ্র।

সোমালি সরকার রবিবার সন্ধ্যায় (১ অক্টোবর) মধ্য জুব্বা অঞ্চলের হারামকা এলাকায় অভিযানে আল-শাবাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার সংবাদ দেয়ার কয়েক ঘণ্টা পর সোমবারের বিস্ফোরণ ঘটলো।

দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-শাবাবের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল্লাহি নাদির আন্তর্জাতিক অংশীদার বাহিনীর সহযোগিতায় জাতীয় বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ