রাশিয়াকে ইউক্রেনে কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ কাদিরভের

আরো পড়ুন

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্য পন্থা সমর্থন করে বলে জানিয়েছে ক্রেমলিন।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে কাদিরভের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক তত্ত্বে (ডকট্রিন) ব্যবহারের নির্দেশনা লেখা আছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচেন অঞ্চলের নেতা রমাজান কাদিরভ রাশিয়াকে ইউক্রেনে কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর এ নিয়ে তাদের অবস্থান জানাল।

যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের উল্লেখযোগ্য হারের পর গত রবিবার রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমাজান কাদিরভ বলেন, ইউক্রেনে রাশিয়ার কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত।

আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ নেতাদের সমালোচনা করে রমাজান কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো–আরো কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেগুলো হতে পারে, সীমান্ত এলাকায় সামরিক আইন জারি এবং কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহার করা।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ