যমুনা নদীতে ডুবে দুই তরুণের মৃত্যু

আরো পড়ুন

পাবনার আমিনপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে সম্রাট হোসেন পান্না (১৮) ও আশিক হোসেন (২০) নামে দুই তরুণের।

শনিবার (১ অক্টোবর) আমিনপুরের রঘুনাথপুর গ্রামে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

দুইদিন পর সোমবার (৩ অক্টোবর) সকালে আমিনপুর থানার নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সম্রাট হোসেন পান্না সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও আশিক হোসেন পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের কোলজুরী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা আপন খালাতো ভাই।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, পান্না ও আশিক গত শনিবার আমিনপুরের রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়ে খাওয়ার জন্য আসেন। ওই দিন তারা যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। আজ (সোমবার) নটাখোলা পয়েন্টে দু’জনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সম্রাট হোসেন পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ১১ অক্টোবর ছিল দুজনের ওমান যাওয়ার ফ্লাইট। যাবার আগে এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ