রাজধানীর উত্তরার ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার

আরো পড়ুন

রাজধানীর উত্তরার একটি হোটেলের বাথরুম থেকে ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের ম্যারিনো হোটেলের বাথরুমে থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপকমিশনার মোর্শেদ আলম।

ওই ব্রিটিশ নাগরিকের নাম ডুগাল্ড ফিনলেসন। তাকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

মোর্শেদ আলম বলেন, “ডুগাল্ড ফিনলেসন বাথরুমের উপুড় হয়ে পড়ে ছিলেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। হৃদরোগ বা স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে।”

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে আসার পর উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল ম্যারিনোর দ্বিতীয় তলায় ১০৮ নম্বর কক্ষে ওঠেন ডুগাল্ড ফিনলেসন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে হোটেল বয় অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে বাথরুমে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, এখন আমরা সুরতহাল প্রতিবেদন করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ