পাবনায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আরো পড়ুন

পাবনার ঈশ্বরদীতে স্বামীর বিরুদ্ধে সোনিয়া খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় একটি বাড়ির দোতলার বারান্দা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে ।

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী রুবেল হোসেন পলাতক। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বাড়িওলা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস‍্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ