ইংল্যান্ডে টিম হোটেলে ভারতীয় নারী ক্রিকেটারের সব চুরি

আরো পড়ুন

ইংল্যান্ড সফরে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে ভারতের নারী ক্রিকেট দল। হার দিয়ে সফর শুরুর পর ওয়ানডেতে দাপুটে প্রত্যাবর্তন করে হরমনপ্রীতরা। ৩ ম্যাচ সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে সফরকারীরা। জয়ের আনন্দ স্থায়ী হয়নি ভারতীয় ক্রিকেটার তানিয়া ভাটিয়ার। টিম হোটেলে চুরির শিকার হয়েছেন তিনি।

টুইটার হ্যান্ডেল চুরির ঘটনাটি নিজেই জানিয়েছেন তানিয়া, ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজম্যান্টের ওপর আমি হতাশ ও স্তম্ভিত। ভারতীয় দলের হয়ে এই হোটেলে থাকার সময় কেউ আমার ব্যক্তিগত রুমে ঢুকে ব্যাগ চুরি করে নিয়ে গেছে। যেখানে নগদ অর্থ, কার্ড, ঘড়ি ও স্বর্ণালঙ্কার ছিল।

তানিয়া লিখেছেন, আশা করছি এ বিষয়ে দ্রুত তদন্ত শুরু হবে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বেছে নেয়া এ হোটেলের চরম নিরাপত্তাহীনতায় আমি হতবাক। আশা করি তারা এদিকে নজর দেবে।

এমন ঘটনায় ক্ষমা চেয়েছে হোটেল কর্তৃপক্ষ, হাই তানিয়া, খবরটি শুনে আমরা দুঃখিত। দয়া করে আপনার নাম, যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে রুম নিয়েছিলেন এবং নির্দিষ্ট তারিখ আমাদের জানান। যাতে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারি।

লন্ডনে চুরির এই ঘটনায় ইংলিশদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ইংলিশদের চোর বলেও সম্বোধন করেছেন কেউ। টুইটারে একজন লিখেছেন, ইতিহাস সাক্ষী বৃটিশরা চোরের বংশধর। না হলে ভারতের কোহিনূর এখনও নিয়ে বসে আছে!

একজন লিখেছেন, চুরির ঘটনা দুঃখজনক। আপনি হয়তো চুরি হওয়া মালামাল বৃটিশ মিউজিয়ামে পেতে পারেন।

ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে সুযোগ হয়নি তানিয়া ভাটিয়ার। আন্তর্র্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ভারতের হয়ে ২ টেস্ট, ১৯ ওয়ানডে ও ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারের।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ