রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৬

আরো পড়ুন

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। রুশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয়ও তারা প্রকাশ করেনি।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর পরই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

রুশ গণমাধ্যমে জানানো হয়েছে, হামলায় এক নিরাপত্তারক্ষী এবং পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ সংবাদমাধ্যমে তাৎক্ষণিকভাবে বলেন, নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ। ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ