নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ (২৬ সেপ্টেম্বর) সোমবার উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সবিতার সঙ্গে থাকা একটি গরুও মারা গেছে।
সবিতা রানী উপজেলার চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর থেকে ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে বাড়ির পাশের মাঠে থাকা গরু আনতে মাঠে যান সবিতা। মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে মাঠের মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে সবিতা ও তার সাথে থাকা গরুটি মারা যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দল সবিতা রানী দাসের লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ওসি জানান, একই ঘটনায় ওই নারীর একটি গরুও মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
জাগো/আরএইচএম

