ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচন: লড়বেন দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী

আরো পড়ুন

ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ আওয়ামী লীগ নেতা মনোনায়পত্র প্রত্যাহার করে নেয়ায় গত নির্বাচনের মতো এবারো ২ পুরোনো প্রতিদ্বন্দ্বীর মধ্যে হবে ভোটযুদ্ধ। তারা হলেনআওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাস এবং স্বতন্ত্র প্রার্থী ড. এম হারুন অর রশিদ।

গত বৃহস্পতিবার আনিছুর রহমান খোকা এবং রবিবার মকবুল হোসেন মনোনায়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ৫ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনের সেই দুই প্রার্থী এবারো জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

কনক কান্তি দাস বলেন, দলের যে দুজন প্রার্থী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনায়ন দাখিল করেছিলেন, তারা মনোনায়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ওই দুজন নেতাসহ দলীয় নেতারা তার পক্ষে কাজ করছেন বলে জানিয়েছেন এই প্রার্থী।

এ ছাড়া ড. এম হারুন অর রশিদ বলছেন, জেলা পরিষদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে তিনি অবশ্যই বিজয়ী হবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ