ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, সিটবাণিজ্যের অভিযোগে ১১ দফা দাবি জানিয়েছে কলেজ ছাত্রলীগের একাংশ।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে ইডেন কলেজ নেত্রীদের দুই গ্রুপের মধ্যে চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য শিক্ষার্থীদের কাছে এলে কলেজ ছাত্রলীগের একাংশ এ দাবি জানান।
এ বিষয়ে লিখিত এক অভিযোগপত্রে কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির ১৬ জন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ১০০ জন সাধারণ শিক্ষার্থী স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈই বলেন, আমরা ছাত্রলীগের কাছে অভিযোগ দিয়ে বিচার পাই না। আমরা ম্যামের কাছে অভিযোগ দিয়েছি।
ছাত্রলীগের একাংশের ১১ দাবি
সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের ওপর হামলার বিচার করতে হবে। মেয়েদের সঙ্গে পূর্বে ও বর্তমানে অকথ্য গালিগালাজের সুষ্ঠু বিচার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক অশ্লীল প্রস্তাব দেয়ার সুষ্ঠু বিচার করতে হবে। গণহারে প্রায় শতাধিক কক্ষ দখলের সুষ্ঠু তদন্ত করতে হবে। কলেজ অধ্যক্ষকে কটাক্ষ করে কথা বলার জবাব দিতে হবে।
ছাত্রী হলের ক্যান্টিনে একচেটিয়া চাঁদাবাজি ও রাজনীতি বন্ধ করতে হবে এবং এ বিষয়ে প্রশাসনকেও নিরপেক্ষ হতে হবে। কলেজ ক্যাম্পাসের কোনো সিসিটিভি ফুটেজ লুকানো যাবে না। সম্পূর্ণ ভিডিও ফুটেজ তদন্ত কমিটিকে দিতে হবে।
আবাসিক হলে ‘লিংকও’ নামে যে অবৈধভাবে ওয়াইফাই সংযোগ প্রবেশ করানো হয়েছে, তা অবশ্যই প্রশাসনের মাধ্যমে বের করে দিতে হবে। কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদক যে অর্থ নিয়েছেন, তা সম্পূর্ণ ফেরত দিতে হবে। তা ইডেন কলেজের ৪২ জন নেত্রীর সামনে এবং প্রশাসনের উপস্থিতিতেই দিতে হবে।
এ ছাড়া ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের যেই অশ্লীল ছবি তোলা হয়েছে, তা প্রশাসনের সামনে মুছতে হবে। বঙ্গমাতা হলের ১১ তলায় যেসব রুম দখলে আছে, তা উদ্ধার করতে হবে। সহসভাপতি মিম ইসলাম (সভাপতির অনুসারী বলে অভিযোগ রয়েছে) এবং সহসভাপতি রোকসানা মেয়েদের যে অত্যাচার করেছেন, তা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এর আগে গতকাল শনিবার রাতে গণমাধ্যমে কথা বলার কারণে রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে।

