সম্মানজনক বেতন পাবেন সাবিনারা

আরো পড়ুন

হিমালয় থেকে সাফ জয়ের মুকুট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরে রাজসিক সংবর্ধনাও পেয়েছেন সানজিদা-সাবিনারা। সেই সঙ্গে নানান মাধ্যমে থেকে পাচ্ছেন পুরস্কারের ঘোষণা। এত সুখবরের মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকেও বেতন বাড়ার আশ্বাস পেয়েছেন সাবিনা খাতুনরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাবিনাদের সম্মানজনক বেতন দেয়া আশা দিয়েছেন। তবে সেটা কেমন হবে সেটা বলেননি।

এ ব্যাপারে অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, আসলে টাকার অঙ্কটা কেমন হবে তা এখন বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি অবস্থানে নেয়া হবে বলা হয়েছে।

বৃহস্পতিবার কাজী সালাউদ্দিনের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে অধিনায়ক বলেন, আজ আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাউদ্দিন) মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

অধিনায়ক আরো বলেছেন, আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল ছাড়া অন্য কোনও নারী দলের খেলোয়াড়েরা বেতন সেভাবে পান না। আমরা সেই দিক থেকে নিজেদের সৌভাগ্যবান মনে করি।

চলতি বেতন কাঠামো অনুযায়ী, তিনটি শ্রেণিতে বাংলাদেশের ৩৬ জন নারী ফুটবলার বেতন পাচ্ছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি অনুযায়ী সাবিনারা পাচ্ছেন মাত্র ১২ হাজার টাকা। বেতন ছাড়া ফুটবলারদের মূল আয় হলো ম্যাচ ফি। এখানে মূলত মেয়েরা ভালো আয়ই করছেন। সেই সঙ্গে ক্লাব ফুটবল থেকেও আয় আছে মেয়েদের। তবে সেটা পুরুষ ফুটবলারদের তুলনায় অনেক কম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ