ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরো পড়ুন

বগুড়ার শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে শহরের সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত রিপন রায় শেরপুর পৌরশহরের বসাকপাড়া মহল্লার শ্রী বিদু রায়ের ছেলে এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিল।
এর আগে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী ভুক্তভোগী তরুণী বলেন, ‌‌‌’ছাত্রলীগের বড় নেতার পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে নেশার ট্যাবলেট খাইয়ে আমার সর্বনাশ করেছে। আইনের আশ্রয় নিতেও বাধার সৃষ্টি করে। এমনকি ঘটনার পর থেকেই প্রায় ১৭ দিন তাকে নজরদারির মধ্যে রাখা হয় আমাকে। বলা চলে এক রকম গৃহবন্দি অবস্থা। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় থানায় এসে মামলা করেছেন। আমি ন্যায়বিচার চাই।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার সাংবাদিকদের জানান, ‘ওই ধর্ষণের ঘটনায় শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন রায়কে গ্রেফতার করা হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

গ্রেফতারকৃতকে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ