পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ৯ নেতা–কর্মী গ্রেফতার

আরো পড়ুন

রাজধানীর মিরপুর এলাকা থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতা–কর্মীকে গ্রেফতার করা হয়।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, গ্রেফতার ৯ জন পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলী থানার সাবেক সভাপতি পাপ্পু, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান, যুবদল নেতা কামালসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি।

বিএনপি বলেছে, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির নেতা–কর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ