ঢাকার দায়িত্ব শেষে নয়াদিল্লিতে ফিরলেন দোরাইস্বামী

আরো পড়ুন

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় নয়াদিল্লিতে ফিরলেন বিক্রম দোরাইস্বামী।

রবিবার (১৮ আগস্ট) সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

পরে ভারতীয় হাইকমিশনের একটি ছবি টুইটারে পোস্ট করে দোরাইস্বামী লিখেছেন, ‘বিদায় টিম হাইকমিশন, ঢাকা।’

‘এক কঠিন সময়ে এসে ঢাকা-দিল্লির সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই ভারতীয় কূটনীতিক’ এমনই মূল্যায়ন কূটনীতিক মহলের।

গত এক সপ্তাহ ধরে বিদায়ী নানা আয়োজনে অংশ নেন বিক্রম দোরাইস্বামী। এরই অংশ হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহ্‌মুদ, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ অনেকের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় দূতের সম্মানে বিদায়ী মধ্যাহ্নভোজের আয়োজন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

করোনা মহামারির মধ্যেই ঢাকায় দায়িত্ব পালন করতে আসেন দোরাইস্বামী। ২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে ঢাকায় আসেন হাইকমিশনার হয়ে।

প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে গেলেন দোরাইস্বামী। দিল্লি থেকে তিনি লন্ডন যাবেন হাইকমিশনারের দায়িত্ব নিয়ে।

দোরাইস্বামীর বিদায়ে শূন্যস্থান পূরণে ঢাকা আসছেন প্রণয় কুমার ভার্মা। চলতি বছরের ২৯ জুলাই তাকে ঢাকায় নিয়োগের কথা জানায় দিল্লির পররাষ্ট্র দপ্তর।

তিনি এর আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে কাজ করেছেন। ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতেও কাজ করেন তিনি।

১৯৯৪ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেয়া প্রণয় ভার্মা কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ