জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দিনের কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যশোরের কর্মকর্তা-কর্মচারিগন।
বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ, পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি দাবি করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের ত্রাণ ও পুর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, চৌগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, যশোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, বাঘারপাড়া উপ-সহকারি প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাস, যশোর সদর উপ-সহকারি প্রকৌশলী এবিএম ফারুক, অভয়নগর উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ ও মণিরামপুর উপ-সহকারি প্রকৌশলী গোলাম সায়োয়ার।

