কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আরো পড়ুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী, ননদসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—হত্যাকাণ্ডের শিকার হেনা আক্তারের স্বামী জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের খৈলাকুড়ি গ্রামের খোকন মিয়া (৩৯), ননদ জরিনা খাতুন (৩৭) ও তাঁদের মামাতো ভাসুর জালাল মিয়া (৪৩)।

মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমএ আফজল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট শ্যামল কুমার সরকার পরিচালনা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এমএ আফজাল সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত খোকন মিয়াকে ৫০ হাজার, জালাল মিয়াকে ৩০ হাজার ও জরিনা খাতুনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ