গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে ফেলা নির্মাণসামগ্রী গায়ে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটি স্বপন কাজীর।
নিহত শিশু ফাতেমা খাতুন (৮)। সে ময়মনসিংহের সদর থানার চরভবানীপুর কোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
ফাতেমার স্বজনেরা জানান, স্বপন কাজীর বহুতল ভবনের চতুর্থ তলায় কাজ হচ্ছিল। আজ অন্য শিশুদের সঙ্গে নির্মাণাধীন ভবনের পাশে খেলতে যায় ফাতেমা। বেলা ১১টার দিকে হঠাৎ ওপর থেকে কিছু নির্মাণসামগ্রী তাদের ওপর পড়ে। এর মধ্যে ইটের বড় বড় টুকরাও ছিল। তার মাথায় আঘাত লাগে। এতে ফাতেমা গুরুতর আহত হয়। দ্রুত তাকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বপন কাজীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাগো/আরএইচএম

