গোপালগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

আরো পড়ুন

সরকারি বঙ্গবন্ধু কলেজের শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি ও পদবঞ্চিতরা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন শাখা কমিটিগঠন করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ সন্তোষ হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল করে নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা শাখার আহবায়ক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, সরকারি বঙ্গবন্ধু কলেজের শাখার আহবায়ক দিদারুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ মোল্যা বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রলীগের আওতাধীন শাখার নতুন আহবায়ক কমিটি করায় ধন্যবাদ জানায় বক্তারা।

এর আগে, মঙ্গলবার জেলা ছাত্রলীগের সদর উপজেলা, পৌর, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা এবং সরকারি নজরুল কলেজের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি গঠনের প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে কমিটি থেকে পদবঞ্চিতরা শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সমানে গিয়ে শেষ হয়। এসময় ছাত্রনেতা শাহনেওয়াজ খানসহ অনেকে বক্তব্য রাখেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ