রাজশাহীতে টেলিভিশন লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধর করার ঘটনায় করা মামলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ভান্ডাররক্ষক জীবনসহ ছয় আসামির আগাম জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি ফেরত দেন।
৫ সেপ্টেম্বর সকালে রাজশাহীর বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশন লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদসহ সাতজনের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলাটি করেন বুলবুল হাবিব।
মামলার অন্য আসামিরা হলেন বিএমডিএর ভান্ডাররক্ষক জীবন (৪২), পিয়ন সেলিম (৪১), প্রধান নির্বাহীর ব্যক্তিগত সহকারী নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৬), বিএমডিএর পিয়ন ফারুক (৪০) ও গাড়িচালক আবদুস সবুর (৪২)।
মামলায় বিএমডিএর নির্বাহী পরিচালক ছাড়া অপর ছয় আসামি আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালতে তাঁদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, হাইকোর্ট ছয় আসামিকে আগাম জামিন দেননি। তাঁদের জামিন শুনানির জন্য আইনজীবী আরজি জানালে আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদনটি ফেরত দিয়েছেন।
জাগো/আরএইচএম

