ফরিদপুরের সদরপুরে ২৮ কেজি গাঁজাসহ রেজাউল করিম লিটন (৩৬) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদরপুর থানার ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকায় একটি বাড়িতে এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে বুধবার সকাল ৭টার দিকে সেখানে অভিযান চালিয়ে লিটনকে ২৮কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদরপুর থানায় মাদক মামলা হয়েছে।
জাগো/আরএইচএম

